Koto Kotha Bola Holo Na Priyo Lyrics (কত কথা বলা হলো না প্রিয়) Abhishek Das

Koto Kotha Bola Holo Na Priyo Song Is Sung by Abhishek Das. Starring: Unmesh Ganguly And Sneha Chatterjee. Music Composed by And Song Lyrics In Bengali Written by Abhishek Das.

Song Koto Kotha Bola Holo Na Priyo
Singer Abhishek Das
Composition, Lyrics, Arrangement Abhishek Das
Audio Mix & Master Baundule Baul
Production Story & Direction Abhishek Das
Edit Abhishek Das & Unmesh Ganguly
DOP Kiran Pal
Color Rudra Biswas
Production Manager Abhishek Mahato

কত কথা বলা হলো না প্রিয়
কত সূর্যমুখীর মন ভার,
আমার শহর জুড়ে কুয়াশা ঘুম
নীরবে জমা ব্যথার পাহাড়।
 
ভুলে যাওয়া গানের কলির মতো সময়
ফিরে ফিরে আসে শিশির ভেজা ঘাসে,
ভুলে যাওয়া গানের কলির মতো সময়
ফিরে ফিরে আসে শিশির ভেজা ঘাসে,
ছায়াপথ হেঁটে রোজ একা বাড়ি ফিরি
জোনাকিরা আমায় ভালোবাসে।
 
কত পথ হাঁটা বাকি রয়েছে প্রিয়
কত সন্ধ্যের পথ অন্ধকার,
হেঁটে চলি আজ সে পথ ধরে
যে পথ আমার একার।
 
রোদের হাসি হয়ে ফুটে ওঠা কবিতারা
একে একে ছুঁয়ে যায় মনের কোণে গাঢ় নীল,
রোদের হাসি হয়ে ফুটে ওঠা কবিতারা
একে একে ছুঁয়ে যায় মনের কোণে গাঢ় নীল,
কথা দিয়ে ছিলে এক সুর বাঁধার
তারই খুঁজে যাই অন্তমিল।
 
কত কথা বলা হলো না প্রিয়
কত সূর্যমুখীর মন ভার,
আমার শহর জুড়ে কুয়াশা ঘুম
নীরবে জমা ব্যথার পাহাড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *