Sajna Lyrics (সাজনা) – Bojhena Shey Bojhena – Prashmita Paul

Sajna song Movie Bojhena shey bojhena. This song is sung by Prashmita Paul. Starrinng: Soham, Mimi Chakraborty, Abir Chatterjee, Payel Sarkar & others.

Film Bojhena Shey Bojhena
Starring Soham, Mimi Chakraborty, Abir Chatterjee, Payel Sarkar & others
Produced by SVF
Presented by Shrikant Mohta & Mahendra Soni
Directed by Raj Chakraborty
Music Arindom
Singer Prashmita Paul
Lyrics Prasen

Boro Iche Korche Dakte
Tar gondhe mekhe thakte
Keno sondhe sondhe namle se palay..
Take atke rakha are chesta…
Aro barie diche
 Chesta…
Ami darie dekchi sheshta
 janlaay…
Bojhenaaa Se
 Bojhena…
Bojhenaaa Se
 Bojhena…)
Bojhena… Bojhena.. Bojhena…(2)
Tai swapno swapno logne..
Tar onno onno dakna…

Take nitto notun jotne k sajay..
Sob swapno sottie hoykar…
Tobu dekhte dekhte kadchi..
Are hatchi jedike amar duchokh jae…

(Bojhenaaa Se Bojhena…
Bojhenaaa Se Bojhena… Bojhena… Bojhena… Bojhena…

Ache songe sottie mithe..

Din Bolche jete jete…

Mon gumre gumre morche
Ki upay…

Jani swapno sottie hoyna..

Mon mante chaina..

Kno amun ratri
Namche janlay…

(Bojhenaaa Se Bojhena… Bojhenaaa Se
Bojhena…)2 Bojhena… Bojhena… Bojhena…(2) Eta golpo hole o parto..
Patta ekta adhta portam.. Khub lukiye bachie rakhtam.. Take… Jani abar
Asbe kalke, niye palki palki bhabna… Fer chole jabe kore ekla
Amake… (Bojhenaaa Se
 Bojhena… Bojhenaaa Se Bojhena…)2
Bojhena… Bojhena… Bojhena…(2)

ধরা দিল কেউ অল্প চাওয়াতে
উড়ে গেল কিছু গল্প হাওয়াতে
 
ধরা দিল কেউ অল্প চাওয়াতে
উড়ে গেল কিছু গল্প হাওয়াতে
অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী
কাঁচা-মিঠে আলো নাম কি জানি তার
বড় অগোছালো কাটছে দিন আমার
বেজে ওঠে মনে পিয়ানো গিটার হালকা ঘুমপাড়ানি
সে তো জল্পনাতে, কল্পনাতে থাকছে জড়িয়ে
তার একলা রাতে আশকারাতেও রাখছে জড়িয়ে
সাজনা লাগেনা অব আঁখিয়া তোরে বিন
 সাজনা কাটেনা অব রাতিয়া তোরে বিন
সাজনা লাগেনা অব আঁখিয়া তোরে বিন
 সাজনা কাটেনা অব রাতিয়া তোরে বিন
 
জোনাকি শুনছো নাকি
ওই জ্বলে নিভে বলে যায়
ডানাতে কেন মন খারাপ
লিখে পাঠিয়েছি তোমার পাড়ায়
জোনাকি শুনছো নাকি
ওই জ্বলে নিভে বলে যায়
ডানাতে কেন মন খারাপ
লিখে পাঠিয়েছি তোমার পাড়ায়
বলি বৃষ্টিদিনের অলক্ষুণে ঝড়ো হাওয়াকে
আর লালচে রাতের আশকারাতে ভিজতে চাওয়াকে
সাজনা লাগেনা অব আঁখিয়া তোরে বিন
 সাজনা কাটেনা অব রাতিয়া তোরে বিন
সাজনা লাগেনা অব আঁখিয়া তোরে বিন
 সাজনা কাটেনা অব রাতিয়া তোরে বিন
 
বালিশে, নেলপালিশ
ওই দাগেরা কেটেছে নাম
মনেতে তাও মন খারাপ
নিয়ে তারই তো হয়ে গেলাম
বালিশে, নেলপালিশ
ওই দাগেরা কেটেছে নাম
মনেতে তাও মন খারাপ
নিয়ে তারই তো হয়ে গেলাম
সে তো জল্পনাতে, কল্পনাতে
থাকছে জড়িয়ে
আর একলা রাতের আস্কারাতেও
রাখছে জড়িয়ে
 
ধরা দিল কেউ অল্প চাওয়াতে
উড়ে গেল কিছু গল্প হাওয়াতে
অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী
কাঁচা-মিঠে আলো নাম কি জানি তার
বড় অগোছালো কাটছে দিন আমার
বেজে ওঠে মনে পিয়ানো গিটার হালকা ঘুমপাড়ানি
সে তো জল্পনাতে, কল্পনাতে থাকছে জড়িয়ে
তার একলা রাতে আশকারাতেও রাখছে জড়িয়ে
সাজনা লাগেনা অব আঁখিয়া তোরে বিন
 সাজনা কাটেনা অব রাতিয়া তোরে বিন
সাজনা লাগেনা অব আঁখিয়া তোরে বিন
 সাজনা কাটেনা অব রাতিয়া তোরে বিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *