Sei Raate Raat Chilo Purnima Lyrics (সেই রাতে রাত ছিল পূর্ণিমা) Kishore Kumar
Sei Raate Raat Chilo Purnima Song Is Sung by Kishore Kumar. Song Lyrics In Bengali written by Shibdas Banerjee.
Song | Sei Raate Raat Chhilo Purnima |
Singer & Composer | Kishore Kumar |
Lyricist | Shibdas Banerjee |
Music Label | Saregama India Ltd |
Sei raate raat chilo purnima
Rong chilo falguni hawate
Shob bhalo lagchilo chandrima
Khub kache tomake pawate
Mon khusi urboshi sei raate
Sur chilo gaan chilo ei praane
Oi duti haath chilo ei haate
Ki kotha bolchile mon jaane
Shob bhalo lagchilo tumi chhile tai
Mon chilo moneri chayate
Raat ashe raat chole jay dure
Sei smriti bhulte ki aaj pari
Purano din ache mon jure
Valobasha hoyeche bhikari
Dhupkathi mon jwole eka eka tai
Sei tumi nei tumi nei sathe
সেই রাতে রাত ছিল পূর্ণিমা
রঙ ছিল ফাল্গুনি হাওয়াতে,
সেই রাতে রাত ছিলো পূর্ণিমা
রঙ ছিলো ফাল্গুনি হাওয়াতে,
সব ভালো লাগছিলো চন্দ্রিমা
খুব কাছে তোমাকে পাওয়াতে।
মন খুশি উর্বশী সেই রাতে
সুর ছিলো গান ছিলো এই প্রাণে,
ঐ দুটি হাত ছিলো এই হাতে
কি কথা বলছিলে মন জানে।
সব ভালো লাগছিলো তুমি ছিলে তাই
মন ছিলো মনেরই ছায়াতে।
সেই রাতে রাত ছিল পূর্ণিমা
রঙ ছিল ফাল্গুনি হাওয়াতে।
জুজু জু জু..
রাত আসে রাত চলে যায় দূরে
সেই স্মৃতি ভুলতে কি আজ পারি,
পুরানো দিন আছে মন জুড়ে
ভালোবাসা হয়েছে ভিখারী।
ধূপকাঠি মন জ্বলে একা একা তাই
সেই তুমি নেই তুমি নেই সাথে।
সেই রাতে রাত ছিল পূর্ণিমা
রঙ ছিল ফাল্গুনি হাওয়াতে,
সব ভালো লাগছিল চন্দ্রিমায়
খুব কাছে তোমাকে পাওয়াতে।