SWEETHEART LYRICS (সুইটহার্ট) – Chandrabindoo – Anindya Chatterjee
Sweetheart Song Lyrics from Ar Jani Na Chandrabindoo Bangla Band Album. The song is sung by Anindya Chatterjee And Upal Sengupta.
Song | Sweetheart (সুইটহার্ট) |
Band Name | Chandrabindu |
Singer | Anindya Chattopadhyay & Upal Sengupta |
Album Name | Ar Jani Na |
Prothom college-er din ta
Aajo thik mone pore scene ta
Dada didi haath dhore shiri tei bose pore
Aamar chokh ta ghore bon bon bon bon
Sweetheart, I am seating alone
Hey Sweetheart, for me there is none
Dhook giley chole gelo prothom maash
Meye dekhlei feli dirgho-swash
Dhonk gile chole gelo pratham maas
Meye dekhlei othey navi-shwash
Meye-ra vishon smart pore choto mini-skirt
Aamar-i je sheet kore kon kon kon kon
Sweetheart, I am seating alone
Sweetheart, for me there is none
Taarpore kete gelo mash chaar
Fuse holo je kato future
Bondhura purse khule eke oke taake tole
Aamar pran ta korey chon mon chon mon
প্রথম কলেজের দিনটা
আজও ঠিক মনে পড়ে সিনটা (x2)
দাদা–দিদি হাত ধরে,
সিঁড়িতেই বসে পড়ে
দাদা–দিদি হাত ধরে,
সিঁড়িতেই বসে পড়ে
আমার চোখটা ঘোরে বন বন বন বন
সুইটহার্ট লিরিক্স :
সুইটহার্ট, ফর মি দেয়ার ইজ নান।
ঢোক গিলে চলে গেল প্রথম মাস
মেয়ে দেখলেই ফেলি দীর্ঘশ্বাস
ঢোক গিলে চলে গেল প্রথম মাস
মেয়ে দেখলেই ওঠে নাভিশ্বাস
মেয়েরা ভীষণ স্মার্ট, পরে ছোটো মিনিস্কার্ট
আমারই যে শীত করে কন কন কন কন।
সুইটহার্ট, আই অ্যাম সিটিং অ্যালোন
সুইটহার্ট, ফর মি দেয়ার ইজ নান।
তারপরে কেটে গেল মাস চার
ফিউজ হল যে কত ফিউচার (x2)
বন্ধুরা পার্স খুলে একে ওকে তাকে তোলে
বন্ধুরা পার্স খুলে একে ওকে তাকে তোলে
আমার প্রাণটা করে চনমন চনমন
সুইটহার্ট, আই অ্যাম সিটিং অ্যালোন
সুইটহার্ট, ফর মি দেয়ার ইজ নান।
একদিন লন থেকে বেরিয়ে
এক তনয়ার দিকে তাকিয়ে (x2)
হট করে কি যে হল মগজটা ঘুরে গেল,
হট করে কি যে হল মগজটা ঘুরে গেল
তার কানের সামনে করি ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান।
সুইটহার্ট, আই অ্যাম সিটিং অ্যালোন
সুইটহার্ট, ফর মি দেয়ার ইজ নান।
তারপরে ক্লাস হতো হেদুয়ায়
আমিনিয়া কিম্বা চাঙ্গুয়া (x2)
একদিন তাকে দেখে আমাকে সাইডে রেখে,
একদিন তাকে দেখে আমাকে সাইডে রেখে
সজোরে সে হাঁটা দিল হন হন হন হন
সুইটহার্ট, আই‘ম ওয়াকিং অ্যালোন
সুইটহার্ট, ফর মি দেয়ার ইজ নান।
কাটিয়ে গোটা পাঁচ উইকএন্ড
সাথে নিয়ে এল এক বয়ফ্রেন্ড (x2)
আর আমার সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বলল
এ আমার কেউ নয় পিসতুতো ভাই হয়,
এ আমার কেউ নয় পিসতুতো ভাই হয়
শুনে মোর মাথা ঘোরে বন বন বন বন
সুইটহার্ট, আই অ্যাম সিটিং অ্যালোন
সুইটহার্ট, ফর মি দেয়ার ইজ নান।