THIK BHUL BHULE AMI LYRICS,SOS KOLKATA – YASH, MIMI

Thik Bhul Bhule Ami Song lyrics Is Sung by Anwesha Dutta Gupta And Pratik Kundu. The song is from SOS Kolkata Bengali Movie. The film is starring Yash Dasgupta And Mimi Chakraborty. Music Arranged by Sayantan Datta And Thik Bhul Bhule Ami Lyrics In Bengali Written by Pratik Kundu. Song Mixed and Mastered by Eric Pillai.

Song Thik Bhul Bhule Aami
Movie SOS Kolkata
Vocals Anwesha Dutta Gupta & Pratik Kundu
Music & Lyrics Pratik Kundu
Music Arrangement Sayantan Datta
Story and Screenplay Anshuman Pratyush
DOP Ramyadip Saha

Thik bhul bhule ami
Tor kache badha pore gechi
Bhire aajo eka hole
Tor kache chute chole ashi
Tui mon chuye gele
Ei thot mekhe fele haasi
Ochena shohore aajo
Hete choli tor pashapashi
Tor naame tola thake khunshuti paglamo
Tui na thakle bol kaake aar aaglabo
Chup keno sob bujhe ojothai boka seje
Kivabe bojhabo toke
E ami kotota valobashi
Ha tui boddo baaje paris toh majhe majhe
Je kono bahana khuje
Aste amar kachakachi

ঠিক-ভুল ভুলে আমি
তোর কাছে বাধা পড়ে গেছি,
ভিড়ে আজও একা হলে
তোর কাছে ছুটে চলে আসি।
তুই মন ছুঁয়ে গেলে
এই ঠোঁট মেখে ফেলে হাসি,
অচেনা শহরে আজও
হেঁটে চলি তোর পাশাপাশি।

তোর নামে তোলা থাকে খুনসুটি পাগলামো
তুই না থাকলে বল কাকে আর আগলাবো?
চুপ কেন সব বুঝে, অযথাই বোকা সেজে
কিভাবে বোঝাবো তোকে
হ্যাঁ আমি কতটা ভালোবাসি।

হ্যাঁ তুই বড্ড বাজে পারিস তো মাঝে মাঝে
যে কোনো বাহানা খুঁজে
আসতে আমার কাছাকাছি।

ঠিক-ভুল ভুলে আমি
তোর কাছে বাধা পড়ে গেছি,
ভিড়ে আজও একা হলে
তোর কাছে ছুটে চলে আসি।

বায়নারা অবাদ্ধতা
ভুলে যায় তুই কাছে এলে,
মন খারাপ ভিড় করে
আজও তুই দূরে চলে গেলে,
তোর কাছেই শান্তি তাই
থাকছে না মন কোলাহলে,
থাকলে চুপ নিঃশুমে
চোখেরা কত যে কথা বলে।

আদরেই অভিমান ভুলিয়ে দিস
রেগে গেলে আজ আমায় মানিয়ে নিস,
চোখ যদি জলে ভাসে,
আজ আমার পাশে বসে
আলতো দু’হাতে চোখ মুছিয়ে দিস।

ঠিক-ভুল ভুলে আমি
তোর কাছে বাধা পড়ে গেছি,
ভিড়ে আজও একা হলে
তোর কাছে ছুটে চলে আসি।
তুই মন ছুঁয়ে গেলে
এই ঠোঁট মেখে ফেলে হাসি,
অচেনা শহরে আজও
হেঁটে চলি তোর পাশাপাশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *