Tomar Akash Duti Chokh lyrics (তোমার আকাশ দুটি চোখে) By Nirmala Mishra | Ravindra Jain
তোমার আকাশ দুটি চোখে – Tomar Akash Duti Chokhe Bangla Song Lyrics. This song Singing by Nirmala Mishra. Music Composed by Ravindra Jain. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Saregama Bengali” youtube channel.
Song | Tomar Akash Duti Chokhe – তোমার আকাশ দুটি চোখে |
Artist | Nirmala Mishra |
Album Title | All Time Greats |
Music Director | Ravindra Jain |
Lyricist | Bhabesh Gupta |
Ogo tomar akash duti chokhe
Ami hoyegechi tara (x2)
Ei jibon chilo nodir moto ghoti hara
Ey jibon chilo nodir moto ghoti hara disha hara
Ogo Tumar akash duti chokhe
Ami hoyegechi tar
Agey chilo shodhu porichay
Pore holo mon binimoy
Shubho logne hoyegelo Shubho porinoy
Aaj jokhoni daki jani tumi dibe shara
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা (x2)
এই জীবন ছিল,
নদীর মতো গতিহারা
এই জীবন ছিল
নদীর মতো গতিহারা, দিশাহারা
ওগো তোমার আকাশ দুটি চোখে
আমি হয়ে গেছি তারা
ওগো তোমার আকাশ দুটি চোখে
আমি হয়ে গেছি তারা
আগে ছিল শুধু পরিচয়,
পরে হলো মন বিনিময় (x2)
শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়,
শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়
আজ যখনই ডাকি,
জানি তুমি দিবে সাড়া
এই জীবন ছিলো
নদীর মতো গতিহারা, দিশাহারা
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা
ওগো তোমার আকাশ দুটি চোখে
আমি হয়ে গেছি তারা
গানে নতুন করে এলো সুর,
এ যেন আগের চেয়ে সুমধুর (x2)
নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর
নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর
বয়ে চলেছে যে তাই,
ভালবাসার একধারা
এই জীবন ছিলো
নদীর মতো গতিহারা, দিশাহারা
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা
হুম.. আমি হয়ে গেছি তারা।