TUMI AASHE PAASHE Lyrics – Parbona Ami Charte Tokey – Nakash Aziz & Monali Thakur

Tumi Ashe Pashe Thakle Lyrics From Parbona Ami Chartey Toke Bengali Movie. This Song Sung By Nakash Aziz & Monali Thakur. Featuring By Bonny Sengupta And Koushani Mukherjee. Mussic composed byIndradeep Dasgupta And bangla Song Lyrics written by Prasen.

Movie Name Parbona Ami Charte Tokey (2015)
Singer Nakash Aziz & Monali Thakur
Music Director Indradeep Dasgupta
Lyrics Prasen
Choreographer Raj Chakraborty
Screenplay & Dialogue N.K Salil
D.O.P Supriyo Dutta
Produced by Shree Venkatesh Films & Surinder Films

Chand utheche phul futeche
kodom tolay ke ?
Haati nachchey, ghora nachchey
shona monir biye [x2]

Tumi Aashe Paashe Thakle
Tumi Ashe Pashe Thakle
Koto khusi khushi thakchi
Ar jacchi bhule ami ke kothay
Tumi olpo-sholpo chaile
Aro ektu beshi thakchi
Ar khamkheyale ankchi shara gaay

Ei din jodi na thame
Raat jodi na sesh hoy
Tumi nilche kono khame
Amay morale besh hoy
Pore jacchi jeno tomari neshay hay hay..
Tumi Aashe Paashe Thakle
Koto khusi khushi thakchi
Ar jachchi vule ami ke kothay
Tumi olpo-sholpo chaile
Aro ektu beshi thakchi
Ar kham-kheyale ankchi sara gaay

Chand utheche ful phuuteche
kodom tolay ke ?
Haati nachchey, ghora nachchey
sonamonir biye [x2]

= MUSIC =

Nilche ishara.. milche nishana
Dishahin ei obak duto moner [x2]
Thakbe kotha dao
Rakhbe kotha dao
Evabei jeno jai chole dujone

Ei din jodi na thame
Raat jodi na sesh hoy
Tumi neelche kono khame
Amay morale besh hoy
Pore jacchi jeno tomari neshay hay hay..

Tumi Ashe Paashe Thakle
Koto khusi khushi thakchi
Ar jachchi vule ami ke kothay
Tumi olpo sholpo chailey
Aro ektu beshi thakchi
Ar kham-kheyale ankchi sara gaay

= MUSIC =

Chand utheche ful phuuteche
kodom tolay ke ?
Haati nachchey, ghora nachchey
sona monir biye [x2]

O.. Bolche duto chokh
Hocche dekha hokh
Theko na ar chinta chinta mone
Ashbo bolechi.. bhalobashbo bolechi
Jeo na tumi paliye gopone

Ei din jodi na thame.. ( continue.. )

চাঁদ উঠেছে, ফুল ফুটেছে
কদমতলায় কে
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বিয়ে
 
চাঁদ উঠেছে, ফুল উঠেছে
কদমতলায় কে
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বিয়ে
 
তুমি আশেপাশে থাকলে
তুমি আশেপাশে থাকলে
কত খুশিখুশি থাকছি
আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়
 
তুমি অল্পস্বল্প চাইলে
আরো একটু বেশি থাকছি
আর খামখেয়ালি আঁকছি সার গায়
 
এই দিন যদি না থামে
রাত যদি না শেষ হয়
তুমি নীলচে কোনো খামে
আমায় মোড়ালে বেশ হয়
পড়ে যাচ্ছি যেন তোমারি নেশায়
হায় হায়
 
তুমি আশেপাশে থাকলে
কত খুশিখুশি থাকছি
আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়
 
তুমি অল্পস্বল্প চাইলে
আরো একটু বেশি থাকছি
আর খামখেয়ালি আঁকছি সার গায়
 
চাঁদ উঠেছে, ফুল ফুটেছে
কদমতলায় কে
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বিয়ে
 
চাঁদ উঠেছে, ফুল উঠেছে
কদমতলায় কে
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বিয়ে
 
নীলচে ইশারা
মিলছে নিশানা
দিশাহীন এই অবাক দুটো মনের
 
নীলচে ইশারা
মিলছে নিশানা
দিশাহীন এই অবাক দুটো মনের
 
থাকবে কথা দাও
রাখবে কথা দাও
এভাবেই যেন যায় চলে দুজনের
 
এই দিন যদি না থামে
রাত যদি না শেষ হয়
তুমি নীলচে কোনো খামে
আমায় মোড়ালে বেশ হয়
পড়ে যাচ্ছি যেন তোমারি নেশায়
হায় হায়
 
তুমি আশেপাশে থাকলে
কত খুশিখুশি থাকছি
আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়
 
তুমি অল্পস্বল্প চাইলে
আরো একটু বেশি থাকছি
আর খামখেয়ালি আঁকছি সার গায়
 
চাঁদ উঠেছে, ফুল ফুটেছে
কদমতলায় কে
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বিয়ে
 
চাঁদ উঠেছে, ফুল উঠেছে
কদমতলায় কে
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বিয়ে
 
ওও. বলছে দুটো চোখ
হচ্ছে দেখা হোক
থেকো না আর চিন্তা চিন্তা মনে
 
আসবো বলেছি, ভালোবাসবো বলেছি
যেওনা তুমি পালিয়ে গোপনে
 
এইদিন যদি না থামে
এই রাত যদিনা শেষ হয়
তুমি নীলচে কোনো খামে
আমায় মোড়ালে বেশ হয়
পড়ে যাচ্ছি যেন তোমারি নেশায়
হায় হায়
 
তুমি আশেপাশে থাকলে
কত খুশিখুশি থাকছি
আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়
 
তুমি অল্পস্বল্প চাইলে
আরো একটু বেশি থাকছি
আর খামখেয়ালি আঁকছি সার গায়
 
চাঁদ উঠেছে, ফুল ফুটেছে
কদমতলায় কে
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বিয়ে
 
চাঁদ উঠেছে, ফুল উঠেছে
কদমতলায় কে
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বিয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *